Blog Archive

Amader Ad

Monday, August 11, 2014

লিনাক্স এ উইন্ডোজ সফটওয়্যার চালিয়ছেন এবার উইন্ডোজ এ লিনাক্স সফটওয়্যার গুলা চালালে কেমন হয়? নিয়ে নিন andLinux!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

andLinux logo

আজ আপনাদের মাঝে এলাম এমন একটা সফটওয়্যার নিয়ে যেটার মাধ্যমে সকল ধরনের লিনাক্স সফটওয়্যার গুলা আপনার উইন্ডোজ  এ চালাতে পারবেন!! আর ভালভাবেই জানেন লিনাক্স এর বেসির ভাগ সফটওয়্যার এ ফ্রী। তাই আজ যেই সফটওয়্যার টা শেয়ার করব সেটাও ফ্রী। শুধু ইন্সটল করবেন আর মজা নিতে থাকবেন। যারা উইন্ডোজ চালান আবার লিনাক্স চালাতেও খুব ইচ্ছা করে কিন্তু চালাতে পারেন না। শুধু তাদের জন্যেই এই সফটওয়্যার টা। অবশ্য দুধের সাধ ঘলে মেটানোর মতই। সফটওয়্যার টার নাম হল - andLinux এই সফটওয়্যার টার সবথেকে বড় সমস্যা হল আকার এবং আকৃতিতে অনেক বড়। 537MB যেটা আসলেই অনেক। যেখানে Ubuntu ডাউনলোড দিতে আপনার লাগবে 700MB এর মতো। সেখানে শুধু সফটওয়্যার চালানর জন্যে 537MB !!!

ডাউনলোড লিঙ্কস

১. andLinux এর Homepage এখানে ক্লিক করুন ২. andLinux এর Official Download Page এখানে ক্লিক করুন ৩. andLinux Full ভার্সন [KDE] ডাউনলোড করতে [৫৩৭ এম বি] এখানে ক্লিক করুন ৪. andLinux Minimal ভার্সন [XFCE] ডাউনলোড করতে [২০০ এম বি] এখানে ক্লিক করুন

যেভাবে ইন্সটল করবেন

১. ইন্সটল ফাইল রান করুন। Screenshot অনুযায়ী অপশন গুলা মারক করুন এবং Next ক্লিক করুন। Startup Options - KDE Version Startup Options - Minimalistic / XFCE Version ২. Windows File Access Window আসবে। Options To Access Your Files On Windows ৩. File Access Using Samba Window আসবে। আপনি Name of The Windows File Share এ Windows লিখুন। Username এ আপনার নাম দিন। Password আপনি চাইলে দিতেও পারেন । নাও পারেন। Configuring Samba ৪. ইন্সটল শেষ এ উইন্ডোজ আপনাকে একটা Error Massage  দিতে পারে - The WinTap Driver Isn't Microsoft Certified. Continue Anyway দিয়ে বের হয়ে আসুন। কাজ শেষ । আরও বিস্তারিত জানার জন্যে - andLinux Installation পেজ এ যান কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত জানার জন্যে - andLinux Introduction পেজ এ যান andLinux screen আশা করি আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। টেকটিউনস এ আমার সব গুলা টিউন দেখতে ওয়েব ইউজার - এখানে ক্লিক করুন মোবাইল ইউজার - এখানে ক্লিক করুন
Facebook এ আমি
এখানে ক্লিক করুন
সময় হইলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন
এখানে ক্লিক করুন

1 comment:

  1. খুব সুন্দর একটি পোস্ট। কিন্তু আমা তো কম্পিউটার নেই।Awesome Post. এই আরো পোস্ট চাই।

    Exclusive Dwonload Site BDMela24.Com

    ReplyDelete